অধ্যক্ষের বাণী

.

মানুষ মাত্রই বিপুল সম্ভাবনার আধার। এই সম্ভাবনাগুলো পরিবেশ ও পরিচর্যা পেলে পূর্ণতা পায়। শিক্ষা প্রতিষ্ঠানের কাজ শুধু মানবদেহে তথা সমাজদেহে জ্ঞান সঞ্চালন নয়; এটি মানব সভ্যতা বিকাশেরও প্রধান কেন্দ্র। আধুনিক বিশ্ব শিক্ষাকে ব্যক্তির মস্তিষ্ক, মন ও দেহের যোগফল হিসেবে ব্যাখ্যা করেছে। আর শিক্ষাবিদদের মতে, শিক্ষা ব্যক্তিসত্তার জ্ঞান, কৌশল ও দৃষ্টিভঙ্গি হিসেবে প্রকাশ পায়।

বাংলাদেশের সর্ব উত্তরের জেলা শহর পঞ্চগড়ের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মকবুলার রহমান সরকারি কলেজ। এ কলেজে প্রায় সাত হাজার ছাত্র-ছাত্রী রয়েছে। এ প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের মাধ্যমে বিশ্বমানের জ্ঞান সম্পন্ন, দেশপ্রেমিক ও মনুষ্যত্ববোধে উজ্জীবিত মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আর এই লক্ষ্য বাস্তবায়নে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও সর্বস্তরের জনগণের সহযোগিতা বিশেষভাবে কামনা করছি।

মহান আল্লাহ আমাদের সহায় হোন।

 

প্রফেসর মো: জাহাঙ্গীর আলম-৫৯২৫

অধ্যক্ষ

মকবুলার রহমান সরকারি কলেজ

পঞ্চগড়।