অবিশ্বাস করার কোনো কারন নাই যে, বিদ্যাদান অধিকতর উত্তম কর্ম এবং শিক্ষাই জাতির মেরুদন্ড। এই মানস প্রত্যয়ে চেতনাবুদ্ধ হয়ে বাংলাদেশের মানচিত্রে প্রথম বা উর্দ্ধ জেলা হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে চির স্মারণীয় ও বরণীয় ব্যক্তিবর্গের মধ্যে বিশিষ্ট শিল্পপতি জনাব মো: মকবুলার রহমান মহোদয়ের ঐকান্তিক সদিচ্ছায় পঞ্চগড়ের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে আচ্ছাদিত পঞ্চগড় জেলা শহরের প্রাণকেন্দ্র ১৯৬৫ সালের ১লা জুলাই প্রতিষ্ঠিত হয় মকবুলার রহমান কলেজ।
তারপর বিভিন্ন পর্যায়ে অগ্রবিবর্তনের মাধ্যমে সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় ১৯৮৩ সালের ১লা মে কলেজটি জাতীয়করণ হয়। বর্তমানে মকবুলার রহমান সরকারি কলেজ, পঞ্চগড় নামে এই পূর্ণাঙ্গ বিদ্যাপিঠটি জ্ঞান পিপাসু বিদ্যার্থীদের তীর্থস্থান। কলেজের অধ্যক্ষ মহোদয় প্রফেসর মো: জাহাঙ্গীর আলম স্যারের সুযোগ্য নেতৃত্বে এবং সুহৃদ সুজন জ্ঞানী গুণী অধ্যাপক মণ্ডলীর নিবেদিত প্রাণ সদিচ্ছা ও প্রয়াসে এটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।
আমি আমার হৃদয় বেত্তার মধুরতম নির্ষ্কষিত শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করে দেশ ও জাতির সার্বঙ্গীন কল্যাণে অত্র কলেজের ছাত্র-ছাত্রী, কর্মচারী, এলাকাবাসী ও আমার প্রিয় সহকর্মীবৃন্দের শুভকামনা রেখে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
(প্রফেসর ড. প্রণবানন্দ সাহা-৯১৩০)
উপাধ্যক্ষ
মকবুলার রহমান সরকারি কলেজ, পঞ্চগড়।