মকবুলার রহমান সরকারি কলেজের শিক্ষক পরিষদ তথ্য নির্দেশিকা নিয়মিত প্রকাশ করেছে জেনে আমি আনন্দিত। করতোয়া নদীর তীরে গড়ে উঠা পঞ্চগড়ের ঐতিহ্যবাহী এ কলেজে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। কলেজের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের ভালোবাসা কলেজটিকে আরো গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি। শুধু পাঠ্যপুস্তক মুখস্থ করে নয় জ্ঞান আত্মস্থ করেই এ কলেজের শিক্ষার্থীরা এগিয়ে যাবে এ ধারনাই আমি পোষণ করি। লেখাপড়ার পাশাপাশি সাহিত্য সাংস্কৃতিক চর্চা ও ক্রীড়া ক্ষেত্রে আমাদের ছাত্র-ছাত্রীরা সফলতা বয়ে আনবে নিশ্চয়ই।
একটি সুন্দর পরিবেশের কলেজ হিসেবে সুনাম অর্জন করার ক্ষেত্রে শিক্ষার্থীদের ভূমিকাই প্রধান। আর এক্ষেত্রে মকবুলার রহমান সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা তাদের ঐতিহ্যবাহী সুনাম অক্ষুণ্ন রাখবে এ প্রত্যাশা করছি।
উপাধ্যক্ষ
মকবুলার রহমান সরকারি কলেজ, পঞ্চগড়।